রাজধানীতে হাতি দিয়ে চাঁদাবাজি, মাহুতের দুই বছর কারাদণ্ড

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ৩, ২০১৯

রাজধানীর কারওয়ান বাজারে হাতি নিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও দোকান থেকে টাকা তোলার সময় দুটি হাতিকে আটক করেছে র‍্যাব। এসময় চাঁদাবাজির অভিযোগে হাতি দুটির দুই মাহুতকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্ব এই অভিযান চালানো হয়।

তিনি জানান, জনগণকে হয়রানি ও ভয় দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে দুটি হাতিকে আটক করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে দুই মাহুতকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, এটা নিঃসন্দেহে চাঁদাবাজি। সম্প্রতি রাজধানীতে এ ধরনের চাঁদাবাজি বেশি দেখা যাচ্ছে। তবে এই চাঁদাবাজি কঠরভাবে দমন করা হবে। হাতি দিয়ে এভাবে আর কোথাও চাঁদাবাজি করতে দেখা গেলে কঠর ব্যবস্থা নেয়া হবে।

র‍্যাব-২ এর কর্মকর্তা ফারুক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হাতি দুটিকে উদ্ধার করে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন