ওড়িশায় ফণীর তাণ্ডব, পুরীতে নিহত ১

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, মে ৩, ২০১৯

বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘুর্ণিঝড় ‘ফণী’ আঘাত হেনেছে ভারতের ওড়িশা রাজ্যের পুরী ও গোপালপুরে উপকূল অঞ্চলে। প্রবল শক্তিতে লণ্ডভণ্ড করছে সেখানকার বসতঘর।

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার সময় সেখানে আঘাত হানার সময় ফণীর গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ থেকে ২১০ কিলোমিটার।

রিপোর্ট লেখা পর্যন্ত পুরীতে ফণীর তাণ্ডবে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। ঝড়ের প্রভাবে গাড় উপড়ে পড়ায় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন