
সর্বনাশা ঘূর্ণিঝড় “ফণী”র কবল থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করে দোয়া করার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।
সর্বনাশা ঘূর্ণিঝড় “ফণী” বাংলাদেশের উপকুলীয় এলাকায় আগামীকাল সন্ধ্যা নাগাত আঘাত হানতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়া অধিদপ্তর দেশের সমুদ্র বন্দরগুলোকে ৭নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও মহাসচিব উপকুলীয় সকল জেলাসমূহের সর্ব সাধারণদের নিরাপদ স্থানে অবস্থান ও সার্বক্ষণিক মহান আল্লাহ তায়ালার নিকট সাহায্য চেয়ে দোয়া করার আহবান জানিয়েছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণেরও আহবান জানান। নেতৃদ্বয় কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, জলে ও স্থলে যত বিপর্যয় তা আমাদের হাতের কামাই। তাই তওবা করে ইসলামে ফিরে আসতে হবে। কুরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিলে আরো ভয়াবহ বিপর্য়য়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। পীর সাহেব শরীয়তের আইন পরিবর্তনের চেষ্টা থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানান।

