
ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ কেন্দ্র নিরাপত্তা আরও বাড়াচ্ছে নির্বাচন কমিশন। সোমবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের মোট ৮টি লোকসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ওই ৮টি কেন্দ্রের ৯ হাজার ৮০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৯ হাজার ৬৮৫টি কেন্দ্রেই (৯৮.৮ শতাংশ) কেন্দ্রীয় বাহিনী থাকছে। এর পাশাপাশি সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে মোট ৮৮টি ‘কুইক রেসপন্স টিম’ থাকছে। এই দফার ভোটে মোট ৫৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
চতুর্থ দফার আটটি কেন্দ্রের পরিস্থিতি পর্যালোচনায় গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা এবং অন্য পর্যবেক্ষকদের সঙ্গে এনিয়ে বৈঠক করেছেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ওই বৈঠকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার পাশাপাশি ভোটারদের বিভিন্ন আশঙ্কার কথাও উঠেছে। এই সূত্রেই সামনে এসেছে বোলপুর কেন্দ্রের নাম।
তবে ওই কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক রমাকান্ত সিং ওই বৈঠকে জানান, ৯৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকায় গোলমাল হবে না বলেই মনে করছেন তিনি। বোলপুরের ৩শ বুথে ওয়েবকাস্টিং হবে এবং তা নজরদারি করার জন্য চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আইএ/পাবলিক ভয়েস

