
মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল শনিবার রাতে শাহবাগ থানা পুলিশের হাতে রিপোর্টটি তুলে দেয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
এ সময় রিপোর্ট সম্পর্কে তিনি বলেন, ‘আমরা নুসরাতের ময়নাতদন্তের প্রতিবেদন শাহবাগ থানা পুলিশের কাছে জমা দিয়েছি। প্রতিবেদন অনুযায়ী, দাহ্য পদার্থের (কেরোসিন) মাধ্যমে দেয়া আগুনে দগ্ধ হয়েই নুসরাতের মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ঢামেকের ফরেনসিক বিভাগ নুসরাতের ময়নাতদন্তের রিপোর্ট আমাদের কাছে হস্তান্তর করেছে। মামলার তদন্ত কর্মকর্তা (পিবিআই) এসে রিপোর্টটি আমাদের কাছ থেকে আজ বুঝে নিয়ে যাবেন।’
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সকালে আলিম পর্যায়ের আরবি প্রথমপত্রের পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে যান নুসরাত জাহান রাফি। এ সময় তাকে কৌশলে ডেকে ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।
এরপর ১০ এপ্রিল ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়। পরের দিন সকাল সাড়ে ১১টার দিকে ঢামেক মর্গে তিন সদস্যের একটি বোর্ড নুসরাতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন।
জিআরএস/পাবলিক ভয়েস

