
রাজশাহীর পুঠিয়ায় একটি কাভার্ডভ্যান থেকে ৯৬ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পুঠিয়া বাজার এলাকায় এসব উদ্ধার করে র্যাব-৫।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। এরা হলেন- চট্টগ্রামের বাকুলিয়া উপজেলার চাকতাই ভাঙাপোল এলাকার আবুল হোসেনের ছেলে মিরাজুল ইালাম (৩৩), কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাকান্দা এলাকার মৃত বাবুলের ছেলে মো. সোহেল (৩০) এবং নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা এলাকার মুনসুর রহমানের ছেলে মিঠু আলী (২৩)।
র্যাবের ভাষ্য, এরা তিনজনই মাদক কারবারি। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে এই কারবারে যুক্ত থাকার কথা স্বীকারও করেছেন তারা।
র্যাবের পক্ষ থেকে রোববার (২৮ এপ্রিল) ভোরে গণমাধ্যমকে জানানো হয়েছে, গোপন সংবাদ পেয়ে গতকাল শনিবার দিবাগত রাতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল পুঠিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কাভার্ডভ্যান থেকে ৯৬ কেজি গাঁজা এবং নগদ দশ হাজার টাকা উদ্ধার করে র্যাব। অভিযানে মাদক কারবারে যুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।
আজ সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় মামলা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

