টাঙ্গাইলে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯

টাঙ্গাইলে পাঁচশ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতরা করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে শহরের আশিকপুর বাইপাস সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকা থেকে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাতপুরের মামুনুর রশীদের ছেলে রানা হোসেন (১৯), ট্রাক চালক বগুড়ার গাবতলীর মৃত আশরাফ আলীর ছেলে শাহিনুর ফকির (৫০) ও হেলপার একই এলাকার জহুরুল ইসলামের ছেলে হাসান প্রামানিক (২১)।

আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নগরজলফৈ এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে পাঁচশ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় ট্রাক চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায় জড়িত।

এ বিষয়ে টাঙ্গাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন