আমাদের এক বিঘত জমিও ছাড়বো না: লেবানন

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯

লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী আলইয়াস বুসায়াব ঘোষণা করেছেন, আমরা আমাদের দেশের এক বিঘত জমিও ছাড়বো না।

লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী সেদেশর দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পরিদর্শন করার পর ২৪শে এপ্রিল এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আমাদের দেশের এক বিঘত জমিও ছাড়বো না।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইউনিফিলের নিকটে লেবননের অধিকার সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, এই অঞ্চলে ৫ হাজার সৈন্য রয়েছে, তবে আমাদের ১০ হাজার সেনার প্রয়োজন রয়েছে।

লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, আমি B পয়েন্ট (কৌশলগত অঞ্চল রায়াস নাকুরা) পরিদর্শন করতে চেয়েছি। কিন্তু সফল হয়নি। কারণ ইহুদিবাদী ইসরাইল লেবাননের সীমান্তের মধ্যে কাটা তারের বেড়া দিয়েছে এবং তারা নীল লাইন মান্য করেনি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন