মেঘনায় মধ্যরাতে জেলেদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কনস্টেবল নিখোঁজ

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক কনস্টেবল নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ওই পুলিশ সদস্য হলেন কনস্টেবল মোশারফ হোসেন।

পুলিশ জানিয়েছে, ট্রলারে করে আসামি ধরতে অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের সঙ্গে গতকাল শুক্রবার মধ্যরাতে জাটকা ধরতে থাকা জেলেদের এই সংঘর্ষ বাঁধে।

হাইমচর থানার ওসি শেখ মহসীন আলম বলেন, চর কোড়ালিয়া এলাকায় রাতে ট্রলারযোগে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে পুলিশ অভিযান চালায়। পথে হাইমচর কলেজঘাট এলাকায় মেঘনা নদী পাড়ে পুলিশ দেখে জাটকা ধরতে থাকা অসাধু জেলেরা হামলা চালায়।

এসময় পুলিশ পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।

তিনি বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও পুলিশ সদস্য মোশারফ নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ নদীতে খোঁজ চালিয়েও আজ শনিবার সকাল পর্যন্ত মোশারফকে উদ্ধার করতে পারেনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন