ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯

মাহদী হাসান রিয়াদ, কক্সবাজার : ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার (৩৯) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা সভাপতি সকল দায়িত্বশীলদের শপথ পাঠ করান এবং দায়িত্ব বন্টন করে দেন।

ইতোমধ্যে বিগত ৫ এপ্রিল ২০১৯ তারিখ জেলা মজলিশে শুরার মাধ্যমে কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী, জেলা সভাপতি হিসেবে মাওলানা ‘মোহাম্মদ আলী’ এবং সহ-সভাপতি ‘মাওলানা আবুল হাশেম’ ও সেক্রেটারী হিসেবে মাওলানা মোহাম্মদ শোয়াইব এর নাম ঘোষণা করেন।

পূর্ণাঙ্গ কমিটি

কমিটির উল্লেখযোগ্য দায়িত্বশীলরা হলেন, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক মাও: হাফেজ শফিউল আলম, প্রচার সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন শাওন, দফতর সম্পাদক মাওলানা নাঈমুর রহমান, সহ দফতর সম্পাদক মাওলানা ফজলুল করিম, অর্থ সম্পাদক মোহাম্মদ রাসেল, সহ অর্থ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলী আছগর, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও: হাফেজ মো: হোছাইন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রউফ লাভলু, আইন বিষয়ক সম্পাদক মুফতি নূরুল্লাহ সিকদার, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব নূরুল আমিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা জাহেদুর রহমান, নির্বাহী সদস্য, মো: তকি উদ্দিন, মাওলানা শোয়াইব কবির প্রমুখ।

মন্তব্য করুন