
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ইউনুস আলী (৩২) নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। তিনি জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের লোহাগড়া গ্রামের রফিক ফকিরের ছেলে।
জেল সুপার মো. নূরুন্নবী ভূঁইয়া জানান, গত ১০ জানুয়ারি থেকে ইউনুস আলী কারাগারে ছিলেন। মাদক সংক্রান্ত বিষয়ে তার বাবা তাকে পুলিশে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, আজ শুক্রবার দুপুরে ইউনুস আলীর স্ত্রী কারাগারে এসে তার সঙ্গে দেখা করেন। স্ত্রী চলে যাওয়ার কিছুক্ষণ পর ইউনুছ হৃদরোগে আক্রান্ত হন। প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দেয়া হলে অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
জিআরএস/পাবলিক ভয়েস

