
বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ দু’জনকে রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপি’র গোয়েন্দা উত্তর বিভাগের একটি দল গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করে।
আটকরা হলো- আবুল বাশার (২৩) ও সেজু মিয়া ওরফে সেজু ড্রাইভার (২৪)। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানার কুড়াতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাস তল্লাশি করা হয়।
তল্লাশিকালে মাইক্রোবাস থেকে ৭০ কেজি গাঁজা এবং আবুল বাশারের দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট হতে ৪শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি। আটকদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

