

শ্রীলঙ্কারর মুসলমান সম্প্রদায়ের মানুষ দেশটির গির্জা ও হোটেলে আত্মঘাতী বোমা হামলাকারীদের মরদেহ গ্রহণ করবে না। এমনকি, মসজিদে তাদের জানাজার অনুমতি দেয়া হবে না। শ্রীলঙ্কার ইমামদের প্রধান সংগঠন এসিজেইউ এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
গতকাল বৃহস্পতিবার কলম্বোয় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, নিরাপরাধ সাধারণ মানুষের ওপর যারা এই নৃশংসতা চালিয়েছে, তারা আমাদের কেউ নয়।
একই সঙ্গে সংবাদ সম্মেলনে এসিজেইউর নেতারা এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানান এবং দেশটির কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন যাতে দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হয় এবং তাদের সর্বোচ্চ কঠোর শাস্তি দেয়া হয়।
আইএ/পাবলিক ভয়েস