

শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বোমা হামলার পর আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশের বরাতে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির রাজধানী কলম্বোর ৪০ কিলোমিটার দূরে পুগোদায় এই বিস্ফোরণ ঘটেছে। তবে এবার কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পুগোদা ম্যাজিস্ট্রেট কোর্টের পিছনের এক পরিত্যক্ত জমিতে তল্লাশি চালানোর সময় বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা।
তবে তিনি একথাও জানান সাম্প্রতিক হামলায় যে ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে বিস্ফোরকের ধরণ ছিল আলাদা।
প্রসঙ্গত, রোববার ইস্টার সানডেতে গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ শতাধিক। এ ঘটনায় আটক করা হয়েছে ৬০ জনকে। দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানায়, এ হামলার ঘটনায় ৯ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।
আইএ/পাবলিক ভয়েস