৮ বছর পর কাতারকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলো সিরিয়া

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

সিরিয়া সরকার কাতারের বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষকে সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। কাতার সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পর দামেস্ক সরকার এই অনুমতি দেয়।

আট বছর আগে সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কাতার। তখন থেকে সিরিয়ার আকাশসীমায় কাতারি বিমান চলাচলের অনুমতি বাতিল করে বাশার আল-আসাদের সরকার। খবর পার্সটুডের।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার আকাশসীমা পাড়ি দেয়ার বিষয়ে কাতার এয়ারওয়েজকে অনুমতি দিয়েছেন পরিবহণমন্ত্রী আলী হামুদ।

২০১১ সালে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু করলে দোহা দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিতে থাকে। তবে সিরিয়া কখনো কাতারে বিমান চলাচল বন্ধ করে নি।

সিরিয়ার সংঘর্ষ গত কয়েক বছর ধরে অনেক কমে গেছে এবং রুশ বিমান বাহিনীর সহায়তায় সরকারি সেনারা দেশটির বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন