

ইয়েমেনের সেনাবাহিনী ২৩ এপ্রিল হাইরান শহরে সৌদি আরবের সামরিক ঘটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইয়েমেনি সামরিক ক্ষেপণাস্ত্র ইউনিট এবং সেদেশের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীরা গতরাতে (২৩শে এপ্রিল) ইয়েমেনের হুজ্জাত প্রদেশের হাইরান শহরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৌদি আরবের সামরিক ঘটিতে জিলজাল-১ নামের ৪টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর এই হামলায় সৌদি আরবের বেশ কয়েকজন ভাড়াটে সেনা মারা গেছে। এ হামলায় আরো কয়েক ডজন ভাড়াটে সেনা আহত হয়েছে। তবে এ হামলায় কতজন সৌদি ভাড়াটে সেনা নিহত হয়েছে তা সুনির্দিষ্ট করে এখনও কিছু জানা যায়নি।
আইএ/পাবলিক ভয়েস