৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ গুজরাত দাঙ্গায় ধর্ষিতা বিলকিস বানোকে

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯

২০০২ সালের গুজরাত দাঙ্গায় গণধর্ষণের শিকার হওয়া বিলকিস বানোকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাকে সরকারি চাকরি এবং বাসস্থানের ব্যবস্থাও করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গুজরাট সরকারকে।

গুজরাত দাঙ্গার সময় ২১ বছরের বিলকিসকে বাইশ বার ধর্ষণ করা হয়েছিল। গত মার্চ মাসে গুজরাত সরকারের দেওয়া ৫ লাখ টাকার ক্ষতিপূরণ প্রত্যাখান করেছিলেন বিলকিস।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ জানায়, ‘বিলকিসকে শুধু বাইশ বার ধর্ষণই করা হয়নি, তার তিন বছরের মেয়েকেও হত্যা করেছিল ধর্ষণকারীরা।

তার পর থেকেই যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন বিলকিস। এখন তার চল্লিশ বছর বয়স। তার পরিবারের আর কেউ বেঁচে নেই।’

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন