দেওবন্দে শুরু হয়েছে মজলিসে শূরার বাৎসরিক সভা; আসতে পারে নতুন কিছু সিদ্ধান্ত

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯
আশরাফ আলম কসেমী, (দেওবন্দ থেকে) আজ (২৩-০৪-২০১৯) মঙ্গলবার দারুল উলুম দেওবন্দের মেহমান খানায় শুরু হয়েছে দু’দিন ব‍্যপী দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার (পরিচালনা পরিষদ) বাৎসরিক সভা। আজ ইতোমধ্যে সভার প্রথম দিনের অধিবেশন সমাপ্ত হয়েছে। আগামীকাল হবে দ্বিতীয় ও চূড়ান্ত অধিবেশন। আসতে পারে ব‍্যপক পরিবর্তনের সাথে গুরুত্বপূর্ণ কিছু নতুন সিদ্ধান্ত।
 

ইতিমধ্যেই সিসি ক্যামেরার সাহায্যে শিক্ষা অধিদপ্তর, প্রশাসনিক ভবন, প্রধান চার গেট, পুরাতন দারুল হাদিস (লাল বিল্ডিং) ও মসজিদে রশিদের চত্বরসহ পূর্ণ চৌহদ্দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থাপন হতে পারে আবিসিক সকল ছাত্রাবাসের আঙিনাতেও।

জানা যায়, বিগত দুবছর যাবত সহকারী শিক্ষা সচিব দ্বারা পরিচালিত শিক্ষা অধিদপ্তরের জন্য নতুন ও স্থায়ী শিক্ষা সচিব নির্বাচন নিশ্চিত করা, আগামী শিক্ষাবর্ষে নতুন ছাত্র ভর্তি ও পূর্ণ বছরের বাজেট, ছাত্রাবাস সমূহের অত‍্যাধুনিক ব‍্যবস্থা, নতুন শিক্ষক নিয়োগ, ও ভবন নির্মাণে ব‍্যপক উন্নয়নসহ আরও বেশ কিছু নতুন সিদ্ধান্ত গৃহীত হতে পারে। পরিচালনা পরিষদ বেশ কিছু নতুন প্রস্তাবনা নিয়েও বিবেচনা করা হবে বলে আশা করা যাচ্ছে।

সভায় পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত আছেন-

 

 


দারুল উলুম দেওবন্দের সাবেক প্রিন্সিপাল মাওলানা গোলাম আহমদ বাস্তানবী, আক্কালকোয়া মুম্বাই।
মাওলানা আব্দুল হালিম ফারুকী, লাখনৌ।
মাওলানা রাহমাত উল্লাহ কাশ্মীরী কাশ্মীর।

মাওলানা হাকীম কালিমুল্লাহ ,আলিগড়।
মাওলানা মাহমুদ, রাজস্তানী ।
মাওলানা আনোয়ারুর রাহমান, বিজনূরী ।
মাওলানা মাষ্টার আনজার হুসাইন মিয়া, দেওবন্দী।
দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতী আবুল কাসেম নো’মানী ।
দারুল উলুম দেওবন্দের  শাইখুল হাদিস ও সদরুল মুদাররিস মুফতী সাঈদ আহমদ পালনপুরী ।


 

মন্তব্য করুন