নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিশোধ নিতেই গির্জায় হামলা: শ্রীলঙ্কা

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯

নিউজিল্যান্ডের মসজিদে সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় ‘ইস্টার সানডে’ পালনরতদের ওপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন।

জাতীয় সংসদে তিনি বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে যে, নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।

শ্রীলঙ্কায় গত রোবরাবের ধারাবাহিক বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩২১-এ পৌঁছেছে। এছাড়া আহত হয়েছে আরও পাঁচ শতাধিক। পুলিশ বলছে, স্থানীয় সময় সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজন মারা গেছে।

এর ফলে নিহতের সংখ্যা বেড়েছে। হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার শ্রীলঙ্কার তিনটি গির্জা, চারটি বড় হোটেল ও আরও কয়েকটি জায়গায় একের পর এক বোমা হামলা হয়। হামলার জন্য শ্রীলঙ্কার সরকার স্থানীয় ইসলামি চরমপন্থী দল ন্যাশনাল তাওহিদ জামায়াতকে (এনটিজে) দায়ী করেছে।

তাদের সঙ্গে আন্তর্জাতিক যোগসাজশ রয়েছে বলে মনে করছে দেশটির সরকার। আটক সবাই এনটিজে’র সদস্য বলে পুলিশ জানিয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন