
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন বলেছে, রিয়াদ এবং আবুধাবির কৌশলগত অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্রগুলোতে হামলার সক্ষমতা রয়েছে তাদের। ইয়েমেনের আল-মাসিরাহ চ্যানেলকে এ কথা বলেছেন আনসারুল্লাহ নেতা আবদুল মালিক আল-হুথি।
তিনি আরও বলেন, রিয়াদ অতিক্রম করে দুবাই এবং আবুধাবিতেও হামলার সক্ষমতা রয়েছে আনসারুল্লাহর।
জাতিসংঘ মধ্যস্থতায় আয়োজিত যুদ্ধবিরতি মেনে না নিলে সৌদি আরব এবং তার ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত অবস্থানগুলোতে হামলা চালানো হবে বলেও ঘোষণা করেন তিনি।
সংযুক্ত আমিরাত এবং বাহরাইনসহ সৌদি আরবের কয়েকটি মিত্র দেশ ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখেছে। তবে ইয়েমেনের জনগণের প্রতিরোধের মুখে এ পর্যন্ত আগ্রাসী দেশগুলো তাদের সামরিক লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। পার্সটুডে।
আইএ/পাবলিক ভয়েস

