পুনর্বাসন না করে হকার উচ্ছেদ অমানবিক : প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মুফতী ফয়জুল করীম

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯

মানববন্ধন কর্মসূচি থেকে পরবর্তি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।  আগামি ২৭ এপ্রিল সকাল ১১টায় হকার্স প্রতিনিধি সম্মেলন ও ৪ মে ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে হকার্স সমাবেশ অনুষ্ঠিত হবে।


পুনর্বাসন না করে ঢাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ অমানবিক আখ্যা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, রাষ্ট্র, আইন এগুলো মানুষের কল্যাণের জন্য। যে আইন ও রাষ্ট্র মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেয়, মানুষকে বঞ্চিত করে তা আইন হতে পারে না।

আজ সোমবার দুপুর ১২ টায় “হকার্স শ্রমিক আন্দোলনের” উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হকাররাও মানুষ, তাদের ও তাদের পরিবারকে বাঁচতে দিতে হবে। পুনর্বাসন ছাড়া হাজার হাজার হকার উচ্ছেদ করে সরকার তাদের প্রতি অমানবিক আচরণ করেছে। দীর্ঘদিন যাবৎ তারা হকারী করতে না পেরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসন বেশি জরুরী। কেননা একটি হকারের সাথে একটি পরিবারই জড়িত নয়, বরং এর সাথে জড়িত দেশের বৃহৎ একটি অংশ। দেশে তৈরি অনেক পণ্য এবং বিদেশ থেকে আসা অনেক পণ্য যা হকাররা মানুষের কাছে পৌঁছে দেয়।তাই তাদের স্বার্থ রক্ষা সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, দেশে অনেক ছোট ছোট গার্মেন্টস আছে, যাতে লক্ষ লক্ষ হকার জড়িত। ফুটপাত বন্ধ হলে এসবই বন্ধ হয়ে যাবে ফলে লক্ষ লক্ষ হকার বেকার হয়ে দেশের জন্য অভিশাপ হিসেবে দেখা দেবে।

মুফতী ফয়জুল করীম বলেন, কোন হকারই ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারী করতে চায় না। পরিবার পরিজনের ভরণ-পোষণের জন্যই নিরুপায় হয়ে ফুটপাতে হকারি করে থাকেন। এজন্য হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

সংগঠনের সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভুইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল মুহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূমসহ মাওলানা আলমগীর তালুকদার, ঢাকা মহানগর সভাপতি মোঃ জয়নাল আবেদীন মানিক, সহ-সভাপতি মোঃ মহসিন হোসেন, সেক্রেটারী মোঃ ইসহাক প্রমুখ।

প্রধান বক্তার আলোচনায় অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন বলেন, হাজার হাজার হকারকে পুনর্বাসন না করে ঢাকার রাজপথ থেকে উচ্ছেদ করে সিটি কর্পোরেশন এক অমানবিক কাজ করছে। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ এবং হকারদের লক্ষ লক্ষ পরিবারের জীবিকার কথা চিন্তা করে ফুটপাথে বসার অনুমতি দেয়ার দাবি জানান। একই সাথে ফুটপাথে হকারদের কাছ থেকে সন্ত্রাসী-মাস্তানদের চাঁদাবাজী বন্ধেরও জোর দাবি জানান তিনি।

এছাড়াও মানববন্ধন কর্মসূচি থেকে পরবর্তি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামি ২৭ এপ্রিল সকাল ১১টায় হকার্স প্রতিনিধি সম্মেলন ও ৪ মে ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে হকার্স সমাবেশ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন