
গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এই কারফিউ জারি করেছেন বলে খবর দিয়েছে শ্রীলঙ্কার দ্য মিরর।
প্রেসিডেন্টের সচিব উথারা আর সেনেভিরত্নে বলেছেন, প্রেসিডেন্ট দেশটির পুলিশ প্রধানকে (আইজিপি) রোববার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সোমবার ভোর ৬টা পর্যন্ত এই কারফিউ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
এর আগেই অবশ্য রাজধানীতে সেনা মোতায়েন করা হয়। বিমানবন্দরের নিরাপত্ত বাড়ানো হয়। আর দু’দিন দেশটির সব বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে রোববার সকাল পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কার রাজধানীর কলম্বোয় গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলা চালায় সন্ত্রাসী। এতে এখন পর্যন্ত ১৮৫ জন নিহত ও ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন।
তিনটি গির্জায় ইস্টার সানডে’র প্রার্থনা চলাকালে এবং তিনটি হোটেলে এই হামলা চালানো হয়।
ইন্ডিয়া টুডে খবর দিয়েছে, নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিক রয়েছেন। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
একের পর এক লাশ গণনার মধ্যেই দুপুর ২টা নাগাদ কলম্বোর কাছে দেহিওয়ালা এলাকায় চিড়িয়াখানার কাছে ছোট্ট একটি হোটেলে বিস্ফোরণ হয়। এতে এখন পর্যন্ত ২জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ ঘটনার পরই কলম্বোর দেমাতাগোদা জেলায় অষ্টম বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে সেখানে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

