ইরান সফরে যাচ্ছেন ইমরান খান

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯
ইমরান খান

আগীকাল রোববার দুই দিনের সফরে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই সফরকে সামনে রেখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ইরান সফরে যাচ্ছেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপে ইমরানের খানের সফর কর্মসূচির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। উভয়ই সন্ত্রাসবাদ মোকাবেলাসহ নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের বেলুচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা করেন এবং দেশটির সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।

গত বৃহস্পতিবার একদল সশস্ত্র সন্ত্রাসী বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাকরান-গোয়াদার সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী বাসে হামলা চালায়। এতে ১৪ জন নিহত হন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন