যৌন হয়রানির অভিযোগ ভারতে প্রধান বিচারপতির বিরুদ্ধে

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯

ভারতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন শীর্ষ আদালতেরই এক সাবেক কর্মী।

নির্বাচনী উত্তাপের মাঝে এই ঘটনায় হতবাক গোটা ভারত। দেশটির প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে শুক্রবার শীর্ষ আদালতের ২২ জন বিচারপতির কাছে এফিডেভিট জমা দিয়েছেন ৩৫ বছর বয়সী এক নারী।

শীর্ষ আদালতের ২২ জন বিচারপতিকে দেওয়া এফিডেভিটে ওই নারীর অভিযোগ, শুধু তার সঙ্গেই যৌন নির্যাতন নয়, তার পরিবারকেই রীতিমতো হেনস্থা করেছেন রঞ্জন গগৈ।

নারীর দাবি, ২০১৮ সালের ১১ অক্টোবর তাকে যৌন হেনস্তা করেন ভারতের প্রধান বিচারপতি। এই ঘটনার প্রতিবাদ করলে তাকে সুপ্রিমকোর্টের চাকরি থেকে বরখাস্ত করা হয়।

শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে আক্রমণ চালানো হয় তার পরিবারের উপরও। দিল্লি পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করা হয় তার স্বামী ও দেওরকে। চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় ওই মহিলার ভাইকেও।

 আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন