নুসরাত হত্যাকান্ডে জড়িত সব আসামিকে ধরা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

মাদরাসাছাত্রী নুসরাত হত্যাকান্ডে জড়িত সবগুলো আসাসি পুলিশের নেটওয়ার্কে। গ্রেপ্তারকৃতরা ছাড়াও জবানবন্দীতে যাদের নাম এসেছে তাদেরকেও আটক করা হবে। দুই একদিনের মধ্যে তাদের বিস্তারিত তুলে ধরা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ শুক্রবার উত্তরার বিজিএমইএ ভবনে শিল্প পুলিশকে পিকআপ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন।

তিনি বলেন, পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলেও তাকে বিচারের আওতায় আনা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ একাধিক সাইবার এটাক নিয়ে মন্ত্রী বলেন, নিরাপত্তা বাড়াতে পুলিশকে সম্পৃক্ত করা হচ্ছে।

এ সময় তৈরি পোশাক উদ্যোক্তাদের আহ্বান জানান পোশাক রপ্তানি আরো বাড়ানোর। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি দাবি করেন, তৈরি পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে আরো অন্তত ১ বছর ৫ শতাংশ নগদ সহায়তা অব্যাহত রাখার।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন