প্রিন্স সালমানকে ইসলামের সেবায় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি হিসেবে পুরস্কার দিলো পাকিস্তান

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

পাকিস্তানের রাষ্ট্র স্বীকৃত সংগঠন পাকিস্তান উলেমা কাউন্সিল (পিইউসি) সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ইসলাম ও মুসলমানদের সেবার ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত করে পুরস্কার প্রদান করেছে।

ইসলামাবাদে আয়োজিত “বিশ্বব্যাপী সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তাকে এ পুরস্কারের জন্য মনোনিত করা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি সৌদি আরবের রাষ্ট্রদূত নওয়াফ বিন সাইদের মাধ্যমে প্রিন্স সালমানকে সার্টিফিকেট এবং মানদণ্ড প্রদান করেন।

পাকিস্তান উলেমা কাউন্সিলের (পিইউসি) চেয়ারম্যান শেখ হাফিজ মুহাম্মদ তাহির আশরাফী বলেন সৌদি প্রিন্স সালমান “ইসলামের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে এবং ইসলাম ও মুসলমানদের সেবায় নিজেকে নিয়োজিত করে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও গ্রহণযোগ্য ইসলামী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রমান করেছেন। দুই পবিত্র মসজিদ তথা মক্কা ও মদীনার কাবা শরীফ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও তিনি বড় অবদান রেখে আসছেন। সৌদি আরবে মুসলিম হজ্বযাত্রি ও ওমরাহ্ পালনকারীদের প্রতিও তার রয়েছে যথেষ্ট সেবা যত্ন করার মানসিকতা। এসব কারণে তিনি বিশ্ব মুসলিমদের সর্বোচ্চ প্রভাবশালী হিসেবে পুরস্কৃত হতে পারেন।

প্রিন্স সালমানের এসব কৃতিত্বের পাশাপাশি তিনি সকল পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন কাউন্সিলের নেতৃবৃন্দ। সাথে সাথে ভারত পাকিস্তানের মধ্যে শান্তি প্রক্রিয়া বজায় রাখতেও তিনি ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন। কাউন্সিল সভায় বেশ কয়েকজন বক্তা প্রিন্স সালমানের বিশ্বব্যাপী সন্ত্রাস-বিরোধী কর্মসূচির প্রশংসা করেন।

মন্তব্য করুন