
সাতক্ষীরার শ্যামনগর নকিপুর হরিচরণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শ্যামনগর থানায় মামলাটি দায়ের করে ওই স্কুল ছাত্রী।
শিক্ষক হাফিজুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামের এছাহাক মল্লিকের ছেলে ও নকিপুর হরিচরন সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, গত ১৫ এপ্রিল শ্যামনগর উপজেলার নকিপুর হরিচরন সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালে জোরপূর্বক ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।
ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানানোর পর তারা স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। এরপর গতকাল বুধবার দুপুরে ওই ছাত্রী নিজে বাদী হয়ে শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন।
তিনি আরো জানান, ওই শিক্ষককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

