

উত্তর দিনাজপুরের ইসলামপুরে পাটাগড়ার বুথে ছাপ্পা ভোট পড়ছে খবর পেয়ে প্রার্থী মহম্মদ সেলিম সেখানে ছুটে যান।
ভোটগ্রহণ চলাকালীনই আক্রান্ত হল রায়গঞ্জ লোকসভা আসনে বামফ্রন্টের প্রার্থী সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের গাড়ি। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছুড়লেন তৃণমূল কর্মী, সমর্থকরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালের ঘটনা। উত্তর দিনাজপুরের ইসলামপুরে পাটাগড়ার বুথে ছাপ্পা ভোট পড়ছে খবর পেয়ে প্রার্থী মহম্মদ সেলিম সেখানে ছুটে যান। তখনই সেলিমকে বাধা দিতে এগিয়ে আসেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। তাঁকে ঘিরে ফেলার চেষ্টা হয়।
পরে অবশ্য স্থানীয় মানুষের প্রতিরোধে তৃণমূলের দুষ্কৃতীরা পালাতে বাধ্য হয়। পালানোর সময় ছাপ্পা ভোট দিতে না পারার আক্রোশে সেলিমের গাড়ি ভাঙচুর করে তৃণমূলের দুষ্কৃতীরা। তাঁর গাড়ির সামনের কাচ ভেঙে যায়।
ওই ঘটনার পরেও বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিমকে এলাকার ভোটারদের নিয়ে বুথ আগলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আনন্দবাজার।
আইএ/পাবলিক ভয়েস