

আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের প্রতিনিধি তুলসি গাবার্ড এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আল কায়েদা নেটওয়ার্কের বড় ভাই এবং রক্ষক হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ট্রাম্প মুসলমানদের বিরুদ্ধে ধর্মান্ধতার অভিযোগ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ১১ সেপ্টেম্বরের হামলার ভিডিও চিত্রের সঙ্গে কংগ্রেস সদস্য ইলহান ওমরের বক্তব্য যোগ করে তাকে লাঞ্ছিত করার যে চেষ্টা করেছেন তার পরিপ্রেক্ষিতে তুলসি গাবার্ড এ মন্তব্য করেন বলে পার্সটুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সম্প্রতি একটি মুসলিম সিভিল রাইটস গ্রুপে দেওয়া বক্তব্যে মার্কিন মুসলিমদের অবস্থা তুলে ধরতে গিয়ে ইলহাম বলেছিলেন, কিছু লোক ১১ সেপ্টেম্বরের ঘটনা ঘটিয়েছে, আর এরপর থেকে আমরা মুসলমানরা স্বাধীনতা হারাতে শুরু করেছি।
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী গাবার্ড আইনপ্রণেতা ইলহামের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাকে সম্পূর্ণ কপটাপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন।
বিশ্বে ধর্মান্ধতা এবং উগ্রবাদ ছড়িয়ে দেয়ার জন্য সৌদি আরব কোটি কোটি ডলার করছে বলেও অভিযোগ করেন তিনি। আল কায়েদা এবং উগ্র গোষ্ঠী দায়েশ সৌদি আরবের এসব উগ্র মতবাদ থেকে শিক্ষা নিয়ে বিশ্বে নৃশংসতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আইএ/পাবলিক ভয়েস