সন্ত্রাসবাদের অভিযোগে ১৩৮ জনের নাগরিকত্ব বাতিল করলো বাহরাইন

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বাহরাইনের ১৩৮ ব্যক্তিকে তিন বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এর মধ্যে ৬৯ জনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। একইসঙ্গে ১৩৮ জনের সবার নাগরিকত্ব কেড়ে নিয়েছে সরকার। খবর পার্সটুডের।

আহমাদ আল-হামাদি নামে বাহরাইনের এক কর্মকর্তা দাবি করেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে এসব ব্যক্তি ‘সন্ত্রাসী’ সেল গড়ে তুলেছিল।

দোষী সাব্যস্ত ব্যক্তিরা বোমা হামলা, হত্যা প্রচেষ্টা চালিয়েছে এবং অস্ত্র ও বোমা হামলার প্রশিক্ষণ নিয়েছে। বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা সবাই শিয়া মুসলমান।

হামাদি তার ভাষায় আরো দাবি করেন, অভিযুক্তদের কেউ কেউ ইরাক, লেবানন ও ইরানে সামরিক প্রশিক্ষণ নিয়েছে। অভিযুক্তরা ইরান-সংশ্লিষ্ট সেল গড়ে তুলেছে যার নাম বাহরাইনি হিজবুল্লাহ বলে দাবি করেন হামাদি।

অভিযুক্তরা আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আজকের রায় ঘোষণার সময় আসামীদের ৬০ জন অনুপস্থিত ছিলেন

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন