রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৩

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯
প্রতীকী ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, আটকদের কাছ থেকে ১৭শ’ পিস ইয়াবা, ৭২৭ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ৩০টি ইনজেকশন উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৯টি মামলা হয়েছে বলেও জানান তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন