মোদি মুসলিমদের হিন্দু ধর্মে পরিণত করার প্রচেষ্টা করছেন: বদরুদ্দিন আজমল

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৯

শনিবার আসামের বঙ্গাইগাঁও-এ দলের প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী প্রচারণায় অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) প্রধান বদরুদ্দিন আজমল বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত।

এসময় আজমল মোদিকে ধর্মের মধ্যে বিভাজন তৈরির অভিযোগ তুলে বলেন, ‘প্রধানমন্ত্রী মুসলিমদের হিন্দু ধর্মে পরিণত করার প্রচেষ্টা করছেন। এমনকি আমাদের দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে সংবিধানও পরিবর্তন করতে চান মোদিজি।’

ধুবড়ির সাংসদ আজমল আরও বলেন, ‘শতকরা ৯০ ভাগ মুসলিম ও হিন্দু মোদিকে আর প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন না। তাকে বাংলাদেশে পাঠানো উচিত, যেখানে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু তাঁকে ভারতের প্রধানমন্ত্রী কিছুতেই হতে দেব না।’

এআইইউডিএফ-এর দুই বারের এই সাংসদ পরিস্কার জানিয়ে দেন, ‘কয়েক কোটি মুসলিমকে হিন্দু ধর্মে পরিবর্তন করানোর মাধ্যমে আমি বিজেপি বা মোদি কাউকেই দেশের জনবিন্যাস বা সংবিধানের পরিবর্তন করতে দেবো না। এই জিনিস থামাতে আপনাদের সমর্থন চাই।’

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন