নুসরাতের পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯

আজ শুক্রবার (১২ এপ্রিল) সোনাগাজী ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির বাড়ীতে গিয়ে ফেনী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার পরিবারকে সমবেদনা জানিয়েছে ও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেছে।

নুসরাতের কবর যিয়ারত ও দোয়া করছেন আন্দোলনের নেতৃবৃন্দ

আজ বিকেলে সংগঠনের একটি প্রতিনিধি দল নুসরাতের কবর জেয়ারত করার পর বাড়ীতে গিয়ে তার পিতা একেএম মুছা ও বড় ভাই মাহমুদুল হাসান নোমান ও ছোট ভাই রাশেদুল হাসান রায়হানের সাথে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেয়। এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখে পাশে থাকার আশ্বাস দেন।

নুসরাতের বাড়িতে আন্দোলনের নেতৃবৃন্দ

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা নূরুল করীম, সেক্রেটারী মাওলানা আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মুফতি আবদুর রহমান ফরহাদ, ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার সভাপতি মুফতি আবদুল কাইয়ুম সোহাইল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সোনাগাজী উপজেলা শাখার আহবায়ক মুফতি আহসান উল্লাহ কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ক্বারী ইসমাইল, সেক্রেটারী মাওলানা ছানাউল্লাহ পাটোয়ারী, ইসলামী যুব আন্দোলন সোনাগাজী উপজেলা সভাপতি ইবরাহীম মু. শাকিল, ইশা ছাত্র আন্দোলন সোনাগাজী উপজেলা দ.শাখার সাবেক সভাপতি: মাওলানা জাবের হোসাইন প্রমুখ।

মন্তব্য করুন