দুটি ইসলামি প্রতিষ্ঠানে জার্মানি পুলিশের হামলা

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯

জার্মানের পুলিশ বুধবার (১০ম এপ্রিল) ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ গ্রুপ হামাসকে সমর্থনের জন্য দুইটি ইসলামী ইন্সটিটিউট অফিসে হামলা চালিয়েছে।

এ অফিস দুটি হলো- বিশ্ব প্রতিরোধ সহায়তা ইন্সটিটিউট (WorldWide Resistance-Help) এবং আন্তর্জাতিক আনসার ইন্সটিটিউট।

হামাসের মাধ্যমে ফিলিস্তিনি জনগণদের মানবিক সাহায্যের জন্য অর্থ সংগ্রহের অভিযোগে এই দুটি প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়।

এদিকে এই দুই প্রতিষ্ঠান বলেছে তারা গাজা, সিরিয়া, সোমালিয়া এবং অন্যান্য দেশের জনগণের প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ করছে।

জার্মানের স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার এক বিবৃতিতে ঘোষণা করেছেন, যারা হামাসকে মানবিক সহায়তা প্রদান করবে, তাদের বিরুদ্ধে আমাদের একশন নেওয়ার অধিকার রয়েছে। কারণ এর মাধ্যমে তারা আমাদের সংবিধানের মৌলিক মূল্যবোধ লঙ্ঘন করবে।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি অপরাধগুলোর ব্যাপারে পশ্চিমা দেশগুলো দৃষ্টিহীন হয়ে থাকে এবং তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অবস্থানরত হামসকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে থাকেন। এবং নিজেস্ব গণমাধ্যমগুলো ইসলামি সংস্থাগুলো জঙ্গি সন্ত্রাসী বলে উল্লেখ করে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন