

লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। ভারতের অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলায় আলিপুরদুয়ার ও কোচবিহারে সপ্তদশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফায়।
প্রথম দফার নির্বাচনে ইভিএম মেশিন কারচুপি ও রাজনৈতিক দলের অশান্তির জেরে উতপ্ত বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি লোকসভা কেন্দ্র। নির্বাচন এলাকার পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ল ঘাটাল লোকসভার পশ্চিম পাঁশকুড়া বিধানসভার গোপালনগরে।
বৃহস্পতিবার দুপুরে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ যখন যশোড়- মাইসরা সড়ক ধরে প্রচার করে ফিরছিলেন। সেই সময় গোপালনগরের কাছে কিছু মানুষ তাকে কালো পতাকা হাতে নিয়ে শ্লোগান তুলতে থাকে। সবার মুখে সেই সময় একটাই স্লোগান, গো ব্রেক ভারতী ঘোষ।
ঘটনাকে কেন্দ্র করে উত্তজনা ছড়াতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হলেও বিজেপি প্রার্থী তার দলবল নিয়ে রাস্তার ওপর বসে অবস্থান বিক্ষোভ করতে থাকে।
বিক্ষোভের জেরে যানজট তৈরি হয়। যানজট মুক্ত করতে হিমসিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। ভারতী ঘোষের অভিযোগ, আমরা আগে থেকেই অনুমতি নিয়ে প্রচারে এসেছিলাম।
স্থানীয় তৃণমূলের সদস্যরা মিলিত হয়ে স্থানীয় মানুষদের নিয়ে অশান্তি সৃষ্টি করল কেন তার তদন্ত চাই। তদন্তের দাবি জানিয়ে ভারতী ঘোষ তার কর্মী সমর্থকদের নিয়ে রাস্তার ওপর বসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
স্থানিয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ এই ঘটনার সাথে দলের কর্মীরা কেউ যুক্ত নেই। ভারতীদেবি মেদিনীপুরে এসপি থাকাকালিন সাধারন মানুষের উপর যা অত্যাচার করেছিল তারই ফল।
আইএ/পাবলিক ভয়েস