মমতার হেলিকপ্টার পথ হারালো মাঝ আকাশে

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

হেলিকপ্টার বিভ্রাটে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার এক নির্বাচনী প্রচার সভা থেকে অন্য সভায় যাওয়ার সময় মাঝ আকাশে পথ হারিয়ে ফেলে তার হেলিকপ্টার।

ভারতীয় একটি দৈনিকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দৈনিকটির প্রতিবেদনে জানানো হয়, আসাম রাজ্যের লক্ষ্মীপুর জেলার চোপড়া থানায় আয়োজিত এক সভার উদ্দেশে যাচ্ছিল মমতা ব্যানার্জির হেলিকপ্টার।

সংশ্লিষ্ট সূত্র বলছে, মমতার হেলিকপ্টার মাঝ আকাশে রাস্তা ভুলে সেটি ঢুকে পড়ে বিহারে।

আকাশ পথে সেই স্থানে যেতে সময় লাগে মাত্র ২২ মিনিট কিন্তু যেতে সময় লাগে ৫৫ মিনিট। কি কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখনো জানা যায়নি। তবে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে দৈনিকটি।

আইএ

মন্তব্য করুন