

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে মস্কোতে স্বাগত জানিয়েছেন৷ দুই শীর্ষ নেতা তুরস্কের কাছে রাশিয়ার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা করেছেন৷ যা মার্কিন যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করেছে৷
তুরস্কের প্রেসিডেন্টে এরদোগান সোমবার মস্কো পৌঁছেন৷ চলতি বছর দেশটিতে এটি তার তৃতীয় সফর৷ বারংবার রাশিয়া সফরের মাধ্যমে এরদোগান যুক্তরাষ্ট্রকে ‘কলা দেখাচ্ছেন’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
এরদোগান এমন এক সময়ে দেশটি সফর করছেন যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল’ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করেছেন৷
পেন্স বলেছেন, তুরস্ক রাশিয়ার সঙ্গে এসংক্রান্ত চুক্তি বাতিল না করে দেশটির ন্যাটো সদস্যপদ এবং এফ-৩৫ ফাইটার প্রোগ্রামে অংশগ্রহণ ঝুঁকির মধ্যে ফেলছে৷
এরদোগান অবশ্য মার্কিনিদের এসব কথার কোনো তোয়াক্কা করছেন না বলে জানিয়েছেন৷ তিনি বলেন, ‘এস-৪০০ ইস্যুতে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আগাতে বদ্ধপরিকর৷ আমরা এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি৷’
এদিকে, ক্রেমলিনে এরদোগানকে পুতিন বলেছেন, ‘ রাশিয়া এবং তুরস্ককে সামরিক-কারিগরি পরিমণ্ডলে সহযোগিতা আরো মজবুত করতে হবে৷ আর এক্ষেত্রে সবার আগে তুরস্ককে এস-৪০০ অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল সিস্টেম সরবরাহের চুক্তি সম্পন্ন করতে হবে৷’
রাশিয়া সফরকালে রুশ ব্যবসায়ীদের বিশেষ সুবিধা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন এর্দোয়ান৷ তুরস্কে বিনিয়োগে আগ্রহী দেশটির ব্যবসায়ীদের বিভিন্নক্ষেত্রে ছাড় দেয়া হবে বলে জানিয়েছেন তিনি৷
দুই নেতার মধ্যকার বৈঠকে রাশিয়া থেকে তুরস্কে গ্যাস রপ্তানির জন্য পাইপলাইন নির্মাণের কাজ শেষ করাসহ তুরস্কে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং সিরিয়া ইস্যুতে পরবর্তী করণীয় নিয়েও আলোচনা হয়েছে৷ডয়চে ভেলে।
আইএ/পাবলিক ভয়েস