

সভাপতি শেখ মুহাঃ জয়নাল আবদিন সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে সভাপতি শেখ মুহাঃ জয়নাল আবদিন, সহ-সভাপতি মাওলানা মোজাম্মেল হক, সুলতান আহমেদ, সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ বেলাল হোসাইনের নাম ঘোষণা করা হয়।
সভাপতি শেখ মুহাঃ জয়নাল আবদিন সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নতুন কমিটি গঠনকল্পে দিনব্যাপী এই সম্মেলন বিপনীবাগ পার্টিহাউজে অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত চলে সংগঠনের শুরার বৈঠক। ২ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে এ সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ।
তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন আর দুর্নীতিবাজ নেতার মাধ্যমে দেশের কল্যাণ হতে পারে না। তাই জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রচলিত রাজনৈতিক ধারার পরিবর্তন করে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। সুশাসন ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে ইসলামী আন্দোলন একমাত্র ভরসা। আর এর জন্য প্রয়োজন আদর্শ ও দক্ষ একঝাঁক কর্মীবাহিনী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য উর্বর ভূমি। দেশের আপামর তৌহিদী জনতা ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতী দেলওয়ার হোসেন সাকী।
জেলা সম্মেলনে নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নীতিমালা অনুযায়ী শ্বপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ ইউনুছ আহমেদ।পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্তি হয়।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ এর সভাপতিত্বে এবং জেলা জয়েন্ট সেক্রেটারি কেএম ইয়াসীন রাশেদসানীর পরিচালানায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি শেখ মুহাঃ জয়নাল আবদিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের আহমদ, ইসলামী আন্দোলন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল হোসাইন রাজী , ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মাওলানা আফসার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন জেলা সহ-সভাপতি মাওলানা হেলাল আহমদ, সাধারণ সম্পাদক একে মোক্তার হোসাইন, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি নেছার উদ্দিন।