

হাজার হাজার সুদানি নাগরিক শনিবার রাজধানী, খার্তুমে সামরিক সদর দপ্তরের সামনে বিক্ষোভে অংশ নেন। ৪ মাস ধরেই সেখানে সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভয়েস অফ আমেরিকা এক সংবাদে বলা হয়েছে, মাদানী শহরে সামরিক ভবনের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ১৯শে ডিসেম্বর থেকে প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়।
সুদানি জনগণ অর্থনৈতিক অব্যবস্থা, চরম খাদ্য, জ্বালানি ও বিদেশী মুদ্রার অভাবের কারণে বিক্ষোভ শুরু করেছেন।
এই প্রতিবাদ-বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ওমর আল বশির ২২শে ফেব্রূয়ারি থেকে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন। মানবাধিকার সংস্থাগুলির মতে বিক্ষোভে সেখানে অন্তত ৬০জন প্রাণ হারিয়েছেন।
আইএ