

ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান হেতমাতুল্লাহ ফালাহাতপিশে বলেছেন, আমেরিকা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করলে তেহরানও মার্কিন সেনাবাহিনীকে দায়েশ সংঘঠনের মতো সন্ত্রাসী সংগঠন হিসেবে কালোতালিকাভুক্ত করবে।
আজ (শনিবার) হেতমাতুল্লাহ ফালাহাতপিশে এক টুইটবার্তায় বলেছেন, ‘যদি আইআরজিসি আমেরিকার কালোতালিকাভুক্ত হয় তাহলে দায়েশ সন্ত্রাসীর মতো দেশটির সেনাবাহিনীকেও আমরা কালোতালিকাভুক্ত করব।’
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইরানি আন্তর্জাতিক গণমাধ্যম পার্সটুডে জানায়, আমেরিকার তিন কর্মকর্তা বলেছেন, আমেরিকা আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে।এরপরই ইরানের এ কর্মকর্তার পক্ষ থেকে এ হুঁশিয়ারি বার্তা এলো। আমেরিকার পররাষ্ট্র দফতর সম্ভবত আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন।
আমেরিকা এরইমধ্যে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ডজন সংগঠন এবং কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে। তবে এখন পর্যন্ত আইআরজিসিকে কালোতালিকাভুক্ত করেনি। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পরেই বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির নির্দেশে আইআরজিসি গড়ে তোলা হয়েছিলো। পার্সটুডে।
আইএ