

মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক বলেছেন, ইসরাইলকে স্বীকৃতি দিলে দখলকৃত গোলান মালভূমি সিরিয়াকে ফিরিয়ে দেয়া হতো।
কায়রো ২৪ চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক ও উপস্থাপক আহমেদ আল-সায়িদ জানান, হোসনি মুবারক তাকে এ কথা বলেছেন।
মুবারক বলেছেন, ‘আমি ইতিমধ্যে ইসরাইলের সঙ্গে গোলান মালভূমির বিষয়ে কথা বলেছি। তারা এ ভূমি ফিরিয়ে দিতে ইচ্ছুক। তবে এর বিনিময়ে তারা শুধু সিরিয়ার থেকে স্বীকৃতি চায়।’
মুবারক আরও বলেন, ‘সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদ ইসরাইলকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আল-আসাদের সিদ্ধান্তের পরিণতি ভোগ করছে সিরিয়া।’
ইহুদিবাদি ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে মিশর। মিশরসহ অধিকাংশ আরব দেশগুলোর গাদ্দারির কারণেই অবৈধ ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে।
অন্যদিকে ইসরাইলকে স্বীকৃতি না দেয়ায় গোলান মালভূমির পাশাপাশি নিজ দেশও হারাতে বসেছিলো সিরিয়া। কিন্তু ইরান, হিজবুল্লাহ ও রাশিয়ার সহযোগিতায় শত্রুদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। সমস্ত আরবদেশ ইসরাইলকে স্বীকৃতি দিলেও বাশার আসাদ সরকার কোনোদিন দেবে না।
আইএ/পাবলিক ভয়েস