
এবার রাজধানীর বারিধারা এলাকার একটি ভবনে ও কারওয়ান বাজারের হার্ডওয়্যার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন বলেন, বারিধারার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের মার্ক ভিউ নামে একটি ভবনের শুক্রবার সকাল ৭টা ২৪ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, ওই ভবনের পানির মিটারের বক্স থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। তবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলেননি তিনি।
এদিকে শুক্রবার বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে কারওয়ান বাজারে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এরশাদ বলেন, কারওয়ান বাজারের হার্ডওয়্যার মার্কেটে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার ফাইটাররা পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। আগুনের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
