বেরিয়ে এলো নতুন তথ্য: ইমপ্লাস টাওয়ারের বেজমেন্টে আগুন ছিল পরিকল্পিত!

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ার এবং গুলশান ডিএনসিসি মার্কেটে আগুনের রেশ না কাটতেই, গত ৩১ মার্চ আগুন লাগে ইমপ্লাস টাওয়ারের বেজমেন্টে। কিন্তু ভবনের সিসিটিভি ক্যামেরার ছবি পর্যবেক্ষণ করে মালিক ও নিরাপত্তাকর্মীর দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত। কারণ ঘটনার আগে পেছনের দিক দিয়ে ভবনে ঢোকে এক তরুণ। ঘটনার রহস্য উদ্ঘাটনে ওই তরুণকে খুঁজছে পুলিশ।

৩০শে মার্চ গুলশানের ডিএনসিসি কাঁচাবাজার পুড়ে যাওয়ার পরদিন ভোরে, আগুন লাগে রাস্তার উল্টো পাশের ইমপ্লাস টাওয়ারের বেজমেন্টে। আশপাশে থাকা পুলিশ আর সাধারণ মানুষের চেষ্টায় দ্রুতই নিয়ন্ত্রণে আসে সেই আগুন। তবে ভবন মালিক ও নিরাপত্তা কর্মীর দাবি এই আগুন নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত।

সিসিটিভি ক্যামেরার ছবি পর্যবেক্ষণে দেখা যায়, ওইদিন ভোর ৫ টা ৫৮ মিনিটে পিছনের দিক দিয়ে ভবনে ঢোকে এক তরুণ। এ সময় তার কাঁধে ব্যাগ ও হাতে স্ক্রু ড্রাইভার দেখা যায়। বেজমেন্টে নামার আগে, হাত দিয়ে সরিয়ে দেয় নিচ তলার সিসিটিভি ক্যামেরা। এর মিনিট পাঁচেক পরই, বেজমেন্ট দেখা যায় আগুনের লেলিহান শিখা। পরে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায় সে ভবন মালিকপক্ষ বলছে, এরআগে কখনও ছেলেটিকে দেখেননি তারা।

এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ বলছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে, শিগিগিরই ছেলেটিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
এনাই/পাবলিক ভয়েস/সিআই

মন্তব্য করুন