
জইশ-ই-মোহাম্মদের নেতা মাসুদ আজহারকে জবাবদিহির আওতায় আনতে সব উপায় অবলম্বন করার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । ইতোমধ্যে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারের সম্পদ জব্দ, অস্ত্র নিষেধাজ্ঞা ও সন্ত্রাসীদের তালিকায় নাম রাখতে একটি খসড়া প্রস্তাব পেশ করে দেশটি।
তবে চীন হুশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন আচরণণে দক্ষিণ এশিয়ার উত্তেজনা আরও কঠিন পরিস্থিতির মুখে পড়বে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শুয়াং বলেন, আমরা আশা করছি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। ভারত-পাকিস্তান সংলাপে অংশ নেবে। আর এভাবেই তারা একটি সমাধানে পৌঁছতে পারবে।
যুক্তরাষ্ট্র বিষয়টি কীভাবে মোকাবেলা করবে তা জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছে পাঠিয়েছি।
চীন বলছে, পুলওয়ামা হামলায় জইশ-ই-মোহাম্মদের সংশ্লিষ্টতা যখন প্রমাণিত হয়নি, তখন যুক্তরাষ্ট্রের এ হুমকি দক্ষিণ এশিয়ার শান্তির জন্য সহায়ক ভূমিকা রাখবে না।
এদিকে বর্তমানে গৃহবন্দি থাকা মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে বলেছিল নয়াদিল্লি। কিন্তু তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
প্রসঙ্গত, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহত হয়। এ বোমা হামলার জন্য মাসুদ আজহারকে দায়ী করেছে ভারত।
আইএ
		
