নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলাকারী সন্ত্রাসীর বিরুদ্ধে ৫০ জনকে হত্যার মামলা

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী সন্ত্রাসী বেন্টন টরেন্টের বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগে মামলা দায়ের করবে দেশটির পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ আরও ৩৯ জনকে হত্যা চেষ্টা করার ব্যাপারে।

আগামীকাল শুক্রবার তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। এরই মধ্যে  পুলিশ তার বিরুদ্ধে ৫০ জনকে হত্যা এবং ৩৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস।

এ সম্পর্কে নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন টরেন্টের বিরুদ্ধে ৫০ জন হত্যা এবং ৩৯ জন হত্যাচেষ্টার মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন তারা। এছাড়া অন্য অভিযোগগুলো বিবেচনায় রয়েছে।

গত ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায় ব্রেন্টন। এতে ৫০ জন নিহত  এবং অপর ৫০ জন আহত হন।। নিহতদের মধ্যে ৫জন বাংলাদেশি রয়েছেন।

আইএ

মন্তব্য করুন