
সৌদি আরবের মক্কা শহরের কাছে একটি হোটেলে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোটেল থেকে ৭০০ ওমরাহ পালনকারীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর খালিজ টাইমসের।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মক্কার কাছে একটি হোটেলের ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সিভিল ডিফেন্সের কর্মীরা।
অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনার আগেই হোটেলের বিভিন্ন কক্ষের বেশকিছু জিনিস পুড়ে যায়। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুন লাগার পরই দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু করায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভবনটির ১২ তলা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় সৌদি সিভিল ডিফেন্স বিভাগ। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে, ২০১৫ সালে মক্কার একটি হোটেলের আট তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
আইএ
		
