
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি বলেছেন, ১৪ ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর অধিকৃত কাশ্মীরে ভারতীয় আগ্রাসন অযৌক্তিক। বুধবার ইসলামাবাদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কুরাইশি বলেন, অধিকৃত ভূমিতে বসবাস করা কাশ্মীরিরা ভারতীয় নৃশংসতা মেনে নেননি। স্বাধীনতার অধিকারের দাবিতে তাদের ন্যায়সঙ্গত লড়াইয়ে পাকিস্তান সবসময় সহায়তা করে যাবে।
এই বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছানো এখন সময়ের দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিরোধীদেরও আস্থায় আনতে পেরেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকার। সূত্র:এক্সপ্রেস ট্রিবিউন।
আইএ
		
