

বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতেফলিকা। এর মধ্য দিয়ে দেশটিতে বুতেফলিকার দুই দশকের শাসনের অবসান ঘটলো।
৮২ বছর বয়সী এই নেতা মঙ্গলবার রাতে পদত্যাগ করেন। পদত্যাগের আগে এক বার্তায় তিনি বলেন, ‘নিজের ক্ষমতা ছাড়ার সিদ্ধান্তের কথা তিনি সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্টকে’ জানিয়েছেন। এ ঘটানায় দেশটির নাগরিগরা আনন্দ প্রকাশ করেছে বলে জানা গেছে।
কিন্তু বুতেফলিকা পদত্যাগ করলেও দেশটির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। কেননা ১৯৬২ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই দেশটির রাজনৈতিক পরিমণ্ডলের শীর্ষ পর্যায়ে খুব একটা পরিবর্তন দেখা যায়নি।
উল্লেখ্য, ২০১৩ সালে স্ট্রোক হয় বুতেফলিকা এবং এরপর থেকেই খুব একটা জনসম্মুখে দেখা যেত না তাকে।অনেকের ধারণা তার ভাই সাইদ-ই মূলত আড়াল থেকে দেশ পরিচালনা করতেন।
আইএ