
তাড়াতাড়ি সমাধানের জন্য (ওয়াসা) কর্তৃপক্ষকে আমারা জানিয়েছি কিন্তু এখনও তার কোনো সুষ্ঠ সমাধান পাচ্ছি না।
যাত্রাবাড়ীতে তীব্র পানির সংকটে পরেছে এলাকাবাসী। পানির দাবিতে যাত্রাবাড়ীর ধোলাইপার-দয়াগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার সকাল ১১টা থেকে হাড়ি-পাতিল ও কলস নিয়ে পানির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানায়। এতে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়ে রাস্তার পাশে বিক্ষোভ করে।
এসময় তারা জানান, বেশ কিছুদিন যাবত মীর হাজিরবাগ, শনির আখড়া এলাকায় পানির চরম সঙ্কট চলছে। গরমের এই সময় পানি না পেয়ে তাদের দৈনন্দিন কাজ-কর্ম ব্যাহত হচ্ছে। শিগগিরই এর সমাধান চান তারা।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে ওয়াসার গাড়ি এসে ওই এলাকায় পানি বিতরণ শুরু করলে বিক্ষোভকারীরা সরে যান।
যাত্রাবাড়ী পানির সংকটে এলাকাবাসী জানান, শনির আখড়া এলাকার মানুষ একটানা এক মাস পানি পাচ্ছেনা অজু, গোসলের জন্য খাবাররের পানিও তাদের কিনে খেতে হচ্ছে।
মুফতী মুহাম্মদ জাবেদ নামের এক মাদরাসা শিক্ষকের সাথে কথা বললে তিনি জানান, আমারা পানির সংকটে অনেক সমস্যায় পড়েছি। মাদরাসার ছাত্ররা অজু-গোসল করতে পারছে না। খাবারের পানিও ঠিক মতো পাচ্ছে না। এই পানির সমস্যা তাড়াতাড়ি সমাধানের জন্য (ওয়সা) কর্তৃপক্ষকে আমারা জানিয়েছি কিন্তু এখনও তার কোনো সুষ্ঠ সমাধান পাচ্ছি না।
জিআরএস/পাবলিক ভয়েস
