

সম্প্রতি ইউটিউব-এ ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলস্টোন পার করে ‘তারিক জামিল অফিসিয়াল’
বিশেষ সংবাদ-
ইউটিউব থেকে ‘গোল্ডেন প্লে বাটন’ পেল ‘তারিক জামিল অফিসিয়াল’ । সম্প্রতি ইউ টিউব-এ ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলস্টোন পার করে ‘তারিক জামিল অফিসিয়াল’। তাই চ্যানেলের কাজের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটির হাতে ‘গোল্ডেন প্লে বাটন’ তুলে দিয়ে সম্মাননা প্রদান করেন ইউটিউব এর প্রধান নির্বাহী সুসান ওজস্কি। গেলো ৩০ মার্চ আল্লামা তারিক জামিলের মোবারাক হাতের মাধ্যমে ‘গোল্ডেন প্লে বাটন’ টি আনবক্সিং করা হয়। এসময় আল্লামা তারিক জামিল মহান রবের শোকরিয়া আদায় করে বলেন-
সকল সম্মানিত শ্রোতা এবং ছোট বড় সকল ভালোবাসার মানুষদের প্রতি সালাম এবং কৃতজ্ঞতা আদায় করছি। ‘তারেক জামিল অফিসিয়াল’ এই চ্যানেলে ইনশাআল্লাহ সময় সময় আমার বিভিন্ন বক্তৃতার ক্লিপ আপলোড হতে থাকবে । এছাড়াও অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যেসব ভুল কথাবার্তা আমার দিকে সম্বন্ধ করে প্রচার করা হয় (অথচ আমি তার থেকে সম্পূর্ণভাবে মুক্ত); ওইসব ভাইদের প্রতি আমার আকুল নিবেদন থাকবে- যাতেকরে ওইসব ভুল কথাবার্তা সম্বন্ধ আমার দিকে না করা হয়। আমি নিজেও এমনিতেই একজন গোনাগার । হেদায়েত প্রত্যাশী । দোআ করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান দান করুন এবং মৃত্যু অবধি রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সন্তুষ্টি মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।
উল্লেখ্য যে, ইউটিউব কর্তৃপক্ষ তাদের সাইটের চ্যানেলগুলোকে উৎসাহিত করার জন্য বিশেষ কিছু প্লে বাটন ট্রফি দেয়। যেমন:১. ১ লাখ সাবস্ক্রাইবার সংখ্যা পেরোনোর পর সিলভার প্লে বাটন দেওয়া হয়।
২. ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পেরোলে ইউটিউবের পক্ষ থেকে দেওয়া হয় গোল্ডেন প্লে বাটন।
৩. ১ কোটি সাবস্ক্রাইবার পেলে পাওয়া যায় ডায়মন্ড প্লে বাটন।
[আল্লামা তারিক জামিলের মোবারাক হাতের মাধ্যমে ‘গোল্ডেন প্লে বাটন’ টি আনবক্সিং করার ভিডিও দেখতে ক্লিক করুন এখানে ]